অনলাইনে জালিয়াতি - শিখার শতভাগ মানুষ।
অনলাইনে জালিয়াতি শিখার শতভাগ মানুষ।
কাজ তেমন কেছু-ই করতে হবে না। ২-৩ ঘন্টা কাজ করে মাসে
একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবো। এমন
আরো অনেক ভাবে কথার জালে পেচিয়ে লোভ দেখায়।
অনেক নিরহ সাধারণ মানুষের সাথে বাটপারি করিয়ে
আসতেছে অনেক ফ্রিল্যান্সিং নামে জালিয়াতি প্রতিষ্ঠান।
যারা সধু সাধারণ মানুষের শরলতার সুযোগ নিয়ে বাটপারি
করে ইনকাম করতেছে হাজার হাজার ডলার।
লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে টুলস আর সম্মাট লিংক
বাবদ আপনার কাছে নিবে ২৫০০-৩০০০ হাজার টাকা।
এগুলো ছাড়া আপনি ইনকাম করতে পাড়বেন না।
আজকে থেকেই ইনকাম করতে পারব।
যদি তাদের কথা মতো টুলস আর সম্মাট লিংক কিনি।
এখন টাকা না থাকলেও ৫০,১০০,৫০০,১০০০। যে যত পারো
সধু সিট বুকিং করো।
এটাই একমাত্র জালিয়াতি ফন্দি কিভাবে আপনার কাছ থেকে
ছলে বলে কোউশলে টাকা নিব।
এদের ফাদে যদি পড়েছেন তো মড়েছেন। তাই বলি সবাই
সাবধান। টাকা ইনকাম করা এত সহজ নয়।
এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাও আবার
সঠিক জায়গায় সঠিক সময়।
বন্ধ তাই বলবো এসব অনলাইন জগতের বাটপার দের ফাদে
পা না দিয়ে। মন দিয়ে লেখা পড়া করেন। আমি বলতেছি।
জীবনে বেচে থাকলে কিছু করতে পারবে।
আর হ্য এসব বাটপার দের থেকে নিজেকে দুরে রাখবেন।
ভাই টাকা ইনকাম করা এত সহজ নয়।
যে আপনি ঘরে বসে ২-৩ ঘন্টা কাজ করে মাসে লাখ টাকা
ইনকাম করতে পাড়বেন।
আমি মনে করি এগুলো লোভ ছাড়া আর কিছুই নয়।
ধন্যবাদ?