বৌয়ের মন যাচাই করার জন্য এঞ্জেল সাদিয়া নামে একটা ফেইক আইডি খুললাম।

 

বৌয়ের মন যাচাই করার জন্য এঞ্জেল সাদিয়া নামে একটা ফেইক আইডি খুললাম।

বৌয়ের মন যাচাই করার জন্য Angel Sadia নামে একটা ফেইক আইডি খুললাম। তাড়াতাড়ি আইডি লগ ইন করেই বৌকে একটা মেসেজ পাঠিয়ে দিলাম।

হাই আপু, বলছিলাম আপনার স্বামী আপনাকে ঠিকঠাক দেয় তো - মানে ভরণপোষণ ?

কিছুক্ষণ পরে আমার বৌ এর রিপ্লাই - ইমুজি।

হঠাৎ কাউকে এই প্রশ্ন করাতে সে থমমত খেয়ে যাবে এটাই স্বাভাবিক। না,আগে একটু আদি-খ্যে'তা করার দরকার ছিলো। সরাসরি এইভাবে বলা ঠিক হয়নি। 

বলছিলাম আপু, আপনার পোস্ট অনেকদিন ধরে ফলো করি আমি। তবে কেনো জানি মনে হয় আমি পার্সোনাল লাইফে আমার মতোই খুব অসুখী। নিশ্চয়ই ভাইয়া ঝামেলা করে তাই না? 

বৌএর রিপ্লাই ?

তার মানে ও নিজেও এটাই মনে করে।নয়তো অন্য কিছু বলতো।

আমি আবারো বললাম,

খুব একাকীত্ব ফিল করেন তাই না ?

বৌএর রিপ্লাই ?

আমি --আমার কাছে একটা দারুণ উপায় আছে?? 

বৌ -

আমার অফিসের বসের সাথে প্রেম করবেন? আসলে উনি অনলাইনে টাইম পাস করার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেবার দ্বায়িত্ব দিয়েছেন আমাকে। যদি আপনি রাজি হতেন আমার কষ্টটা কমতো

বৌএর শেষ রিপ্লাই - তাই নাকি

আমি -- হ্যাঁ আপু 

বৌ আমার একটু হলেও গলে যাচ্ছে বুঝতে পারছি।😾 লক্ষ্য করলাম আমার প্রশ্নের অপেক্ষা না করেই সে অনলাইন থেকে বেরিয়ে যায়। আমিও অফিসের কাজ সেরে বাসায় ফিরি।

কিন্তু কথা সেটা না, কথা হলো আজ তিনদিন ধরে আমি হাসপাতালে ভর্তি!

আমার বাম হাত আর ডান পায়ের ভ"গ্ন-দ'শা।বাকিগুলোর কন্ডিশন ভালো না।

আসলে ঐ দিন ভুল করে ফেইক আইডি মনে করে নিজের রিয়েল আইডি দিয়ে বৌকে মেসেজ দিয়ে ফেলেছিলাম। তাই আজকের এই অবস্থা।

💔💔

Powered by Blogger.